Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা সমবায় কার্যালয় লালপুর, নাটোর এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।


training list

হিসাব ও নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষন

মোঃ বিপ্লব হোসেন, সম্পাদক লালপুর নতুন বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সঃসঃলিঃ লালপুর, নাটোর। তিনি গত ২০/১১/২২ইং হতে ২৪/১১/২২ইং পর্যন্ত বাংলাদেশ সমবায় একাডেমি কোটবাড়ী কুমিল্লায় আইজিএ বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহন করছে হিসাব ও নিরীক্ষা  বিষয়ে জ্ঞান অর্জন করেন। যাহা তার ইতিপূর্বে জানা ছিল না। হিসাব ও নিরীক্ষা প্রশিক্ষণ কোর্সটি সংক্ষিপ্ত না করে ০১ মাস করার জন্য অনুরোধ করেন। 

২। হিসাব ও নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষন

মোঃ মিলন উদ্দিন সম্পাদক, ঐক্য সঞ্চয় ও ঋনদান সঃ সঃ লিঃ মোঃ বিপ্লব হোসেন, সম্পাদক, লালপুর নতুন বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সঃসঃলিঃ,  মোঃ জাহিদুল ইসলাম , সহ-সভাপতি , মৃত্তিকা সঞ্চয় ও ঋনদান সঃসঃলিঃ  ,লালপুর, নাটোর। তাঁরা গত ২৫/০৯/২২ইং হতে ২৯/০৯/২২ইং পর্যন্ত নওগাঁ আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট অনুষ্ঠিতব্য ব্লক ও বাটিক প্রশিক্ষন কোর্সে অংশগ্রহন করে ব্লক ও বাটিক বিষয়ে দক্ষতা অর্জন করেন। যাহা তার আগে জানা ছিল না। 

৩। ভ্রাম্যমান প্রশিক্ষন

জনাম মোঃ রফিক হোসেন সভাপতি নতুন কুড়ি বহুমুখী  সমবায় সমিতি লিঃ লালপুর, নাটোর। তিনি বলেন কৃষিকাজ সাধারন ভাবে আমরা করে থাকি। কিন্তু গত ২৭/০৯/২২ইং তারিখে উপজেলা সমবায় কার্যালয় লালপুর নাটোর কর্তৃক পরিচালিত ০১ দিনের ভ্রাম্যামান প্রশিক্ষন কোর্স অংশ গ্রহন করেছিলাম। জনাব শামীমা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার লালপুর নাটোর মহোদয়ের বক্তব্য শুনে পাট চাষে আধুনিক পদ্ধতি অবল্মবন করি তাতে উৎপাদন খরচ কম হয়েছে। এবং উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এধরনের ভ্রাম্যামান প্রশিক্ষন সমিতির সকল সদস্যদের প্রশিক্ষন দেওয়ার জন্য অনুরোধ করেন।

Upazilla co-operative office lalpur natore  Batayne Welcome